💢একটা স্ববিরোধী ছড়া পড়ুন 💢
---------------------------------------
ভীষণ সাহসী জাতি বাঙালি
মুখে তার ফোঁটে সদা খৈ যে,
কখনো সে বুদ্ধিতে কাঙালি
ঠুনকোতেই বাঁধে হৈ চৈ যে।
উপকারে নেই আজ মন তার
কথা কাজে চালাকির হদ্দ,
অন্যকে ঠকাতেই পাকা সে
সত্য তে কান তালা বদ্ধ।
যে বাঁশিতে হয় পশু চরানো
সে বাঁশিটা বাঙালির গাড়িতে,
তবু তাকে যায়না তো সরানো
লাশ হয়ে ফিরে কেউ বাড়িতে।
বাঙালি এ জাতি নাকি সচেতন
কানে ধরে হাঁটায় সে বুড়া'কে,
নেশা করে কেউ হয় অচেতন
বড়ো মাছে গিলে খায় গুঁড়া'কে।
ফুটপাতে রেস্তোরাঁ চলে বেশ
নামটাতে লাগায় সে ঘরোয়া,
ধূলো বালি নোংরা সে পরিবেশ
নেই তবু কারো কোন পরোয়া।
বুদ্ধিতে অতি পাকা দাবি তার
দাম্ভিকতায় ভরা যতো কাজ,
দালালিতে তার জুড়ি মেলা ভার
আজকাল বাঙালির নেই লাজ।