--------------------------------------------
বদরপুরের আদর আলী-পকেট এক্কেবারেই খালি,
               চরণ  বাবুর  পিঠে  চড়ে
               ভিন্ন স্বাদের কীর্তি  গড়ে
ঢাকা শহর দেখবে ঘুরে-মনের কোণে চাঁদের ফালি।

ধুলো, বালি, কাদা মেখে-চল্ল আদর গেরাম থেকে,
             হাঁটলো সোজা ঢাকার পানে
            এয়ারফোনটা লাগিয়ে কানে
কীর্তি গড়ার স্বপ্ন  দেখে-নতুন বউকে বাসায় রেখে।

আচমকা রিং ওঠে বেজে-ব্যস্ত পায়ে চলার মাঝে,
            ফোনটা কোথার দেখতে যেয়ে
            চিৎ   পটানোর   হোঁচট  খেয়ে
পড়লো বাঁধা় গোলক ধাঁধাঁ-কীর্তি গড়ার মস্ত কাজে।

ব্যথায় বুকে হাতটা চেপে-চলছে আদর সময় মেপে,
             চমকে  দিতে  অন্য সবার
             পা দাপিয়ে হাঁটছে আবার
কমেনি পথ একটুও তার-চল্ল এবার ভীষণ ক্ষেপে।

দুপুর গিয়ে বিকেল যখন-আদর আলী ক্লান্ত ভীষণ,
             এবার  একটু   মাথা  তুলে
             দেখলো চেয়ে দু'চোখ খুলে
বাড়ির কাছে দাঁড়িয়ে সে-ভেস্তে গেল সখের মিশন।