অধরা সময় / অনিরুদ্ধ আলম
ঢোল কলমির হৃদয় দেখছ
শুনেছ কি তার গান?
কত যে সবুজে উপচানো তার
প্রাণ। আহা অফুরান!
গহীন ঘাসের ঘ্রাণটা শুঁকেছ
ছুঁয়েছ কি ঘাসজল
নেচেছ কি খুব কাকভেজা হয়ে
বিষটি বাজালে মল?
বেনুনি বিলের জলের ঢোলক
অন্তরে কড়া নাড়ে
কতদিন ভাবি – জিরোই খানিক
পাতি বেনাবন পাড়ে।
ব্যস্ত সবাই। আমিও ব্যস্ত
একাজে-ওকাজে খুব
ব্যস্ততাগুলো ছড়িয়ে-ছিটিয়ে
সময়ের ভাঁজে খুব।
সময় আসুক। ঠিক-ঠিক যাব
মাঠের হাটে অই
শাদ্বল মাদুরে বসে বাদলের
মাদল শুনবই।