ঘুরেফিরে বঁইচির বাদাড়ে / অনিরুদ্ধ আলম
অবকাশে জোছনার জিরাফটা খুব
এখানে উজিয়ে ঢ্যাঙা গলা
রাতের গহীনে দিয়ে ডুব
আনকোরা তিস্তার ধারা হয়ে ছড়ায় আলোর নীল ফলা।
আঁধারের পারদ নিমেষে নেমে যায়
দলছুট ছায়াগুলো কী যে তড়পায়!
হরিতালী-শহরের অলিগলি মারকেট ইশকুল পার্ক ছেড়ে শেষে
বিজ্ঞাপনের উষ্ণতা ছোঁয়া চিলেকোঠা ফেলে
পানসির মতো পাল মেলে
এসে
বঁইচির বাদাড়ে লুকায়।
পদ্যখাতার খেরো পৃষ্ঠার ফুরফুরে মেজাজ মাখানো
হৃদয়-আঁকানো
ঢোল কলমির পাতাজুড়ে
ডালে আবডালে ঘুরে-ঘুরে
ঘেসো পাড়াময়
আঁধাররা খুঁজে ফেরে প্রগাঢ় প্রশ্রয়।