অমন শ্রাবণ আসন্ন যখন / অনিরুদ্ধ আলম
বর্ষায় আষাঢ়ের বুনো ষাঁড়গুলো
উড়িয়ে জলের পেঁজা তুলো
পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে দুদ্দাড় হাঁসের খামারে।
আসন্ন শ্রাবণের সুরে গান গেয়ে
ক্লান্তিতে ওঠে ঘেমে-নেয়ে
নুয়ে থাকে আঁধারে-আঁধারে।
ষাঁড়গুলো যেন কোনো লাবণ্য-ঝোরা
অফুরান ঘাসদের ঘরদোরে অবিরাম ঝরে যায় ওরা।
লাবণ্য-ঝোরাগুলো ভোরের মতন
পাথর নিকিয়ে দেয় নির্জলা মমতার অতল আতরে
থেকে-থেকে সারাবেলা ধরে।
তবু কেন পাথরের বুকে ফোটে যখনতখন
নীরব ব্যথার নীল ফুল অগণন?
নীরবতা অন্তরে যেন কোনো অসহ্য ঝাড়বাতি অথবা নিরালা উদ্যান
বাদলে পীড়িত হয়ে নিদারুণ হয় খানখান!
উদ্যানে ফলে কত মেঘের ফসল
ফসলের ফলাজুড়ে উছলায় রোদ-বুদবুদদের ঢল।
রোদ্দুর ঢেকে যায় নিগূঢ় আষাঢ়ে
কদম-পিদিম তাই উদ্দাম দীপ জ্বেলে যায় বারেবারে।