হরিণ-হরিণ পাগারের পাড় ধ’রে / অনিরুদ্ধ আলম
এক কাপ হাওয়া পিয়ে পিয়ে খাব
ঘন ঘোর গোরা রৌদ্রে ভেজাব সারা গা
ঝুম বিষটিতে ঘেমে নেয়ে খুব
ঘুরব সোনালি-রুপোলি পোকার পাড়া-গাঁ।
জলপোকাদের জলসা দেখতে
যাব পরানের হরিণ-হরিণ পাগারে
ডাগর-ডাগর ঢোলকলমিরা
ঢোলক বাজাবে। গাইবে নি ধা পা মা গা রে।
ঘাড় উঁচু-করা বালির পাহাড়
হাতছানি দিলে পাতব সেখানে বিছানা
তোমার জন্যে শিশিরে গড়ব
একখানি হার – বলছি আমি তো মিছা না!
পাতার পাখিরা পালক ছড়ায়
সাজানো-গোছানো পাথরের পুরো পাথারে
অপেক্ষা করি – পাথরে কখন
ফুটবে রঙিন ফুলরা কাতারে কাতারে।
রাত এলে কুঁজো আকাশের বাঁকে
খুঁজব চপল চন্দ্র মামার মামাকে
দুইটা জমজ বারোয়ারি বাজে
কবিতা আজকে লিখতেই হবে আমাকে।