অন্তরজুড়ে স্বপ্নের খেলাঘর / অনিরুদ্ধ আলম
নদীর ভেতরে নদী নিরবধি
জলের ভেতরে জল
রোদে জ্বলে ওঠে। খুব উদ্দাম
উত্তাল-উচ্ছল।
রোদের ভেতরে রোদ নড়েচড়ে
অগাধ আমুদে তারা
নীলাকাশে চিল হয়ে ঘোরেফেরে
ভীষণ পাগলপারা।
আকাশে-আকাশে অনেক আকাশ
নীলের ভেতরে নীল
বর্ণিল হয় মেখে আরো রঙ
ঝিলমিলে অনাবিল।
রঙের ভেতরে রঙচঙে রঙ
রঙের আড়ং জুড়ে
ফুল-তোলা কাশ উঁকিঝুঁকি দেয়
আলোর চাদর ফুঁড়ে।
কাশের ভেতরে কাশ বাস করে
ঘাসের ভেতরে ঘাস
বেলা-অবেলায় শুধু এঁকে যায়
একরাশ উচ্ছ্বাস।
বেলার ভেতরে বেলা বেড়ে চলে
বেলার বয়স বাড়ে
মেঘে-মেঘে বেলা কত-না গড়াল
থামাতে কেউ-না পারে।
মেঘের ভেতরে মেঘ খেলা করে
যেন মহিষের পাল
আলুথালু ছায়া বিছিয়ে বেড়ায়
ছেয়ে পাথারের ঢাল।
ছায়ার ভেতরে ছায়ারা ছড়িয়ে
হাওয়ার ভেতরে হাওয়া
হরদম গাঁও গেরাম পাড়ায়
মাতিয়ে বেড়ায় দাওয়া।
পাড়ার ভেতরে কাড়িকাড়ি বাড়ি
মেলে রাখে মেলা ঘর
অন্তরজুড়ে আমার ঘরটা
স্বপ্নের খেলাঘর।