প্রেমিক পাখিরা আজ
ডেকে ডেকে ফিরে গেছে
উত্তরের বনে
শুকনো পাতায় মুখ,
অসময়ে শুয়ে আছো
উত্তরের বনে
কপালে দিয়েছি হাত,
জ্বর নেই, ঝড় নেই
উত্তরের বনে
তোমার কপালে মাটি,
পশ্চিমের মেঘমালা
জড়ো হলো উত্তরের বনে,
এই বন নিয়েছে তোমার
অবাধ্য যাপন ---।
আকাশ ছুঁয়েছে গিরি,
সন্ধ্যায় বাড়ি ফিরি,
পথ বাঁকে উত্তরের বনে
অঝোর শ্রাবণ এলে,
প্রাণ পেয়ে পাথরেরা
নড়ে-চড়ে উত্তরের বনে
মাটিতে নিয়েছে মুখ,
নুড়িতে ছুঁয়েছে ঠোট,
শুয়ে আছো উত্তরের বনে
এই বন নিয়েছে তোমায়
আদর করে।