আকাশে ঊর্মি এঁকে ক্ষণিকের উঠেছিলো চাঁদ
আবার জীবন পেলে ক্ষণিকের জন্ম হবে তা
পাঁজরে ছোঁয়ালে হাত সেরে ওঠে ক্ষণিকের ক্ষত
ভাবি, যদি কিছু কিছু আমার পরেও বুড়োত --।
                              ********
ট্রেনের ভেতর লুকিয়ে চোখাচোখি
শুধুই কি আজ ?
            আজন্ম নয় ?

তুমি কি দেখেছো অকালবৃষ্টি
           যেমন দেখেছি আমি ?
তুমি কি নিয়েছো দুহাত ভরে
           স্মারক - পলাশ ?
তুমি কি নিয়েছো মাটির গন্ধ, ছু্ঁয়েছো আরাম ?

জানা নেই কিছু, শুধু এইটুকু,
ট্রেনের ভেতর লুকিয়ে চোখাচোখি
আগেও হয়েছে, তোমার সাথেই,
তারিখ মনে নেই।