অনাদি শীতঘুম ভেঙে দিয়েছিলে সাড়া
হঠাৎ ফিরেও গেলে, জানলো না কেউ, তুমি
দিয়ে গেলে প্রবল বর্ষণ আমাদের।
******
কোথায় নিবাস তার, জানা নেই।
স্বপ্নে তার নিত্য আনাগোনা। আমাদের দেখা হতো
মাঝে মাঝে, ধুলোয় কাদায় ছায়ায়।
******
হয়তো সকাল হবে, যদি না রাত্রি
জড়িয়ে থাকে আকাশে। হয়তো সকাল হবে আজ।
হয়তো খেজুর গাছ দখল করবে ছাতারেরা।
******
উঠোনের ধারে পড়ে ভাঙা টবগগুলো
ভিজছে সকাল-বিকেল। এ বাড়ির বাতাবী লেবুর গাছ
কথা বলে ও বাড়ির কাঁঠাল গাছের সাথে।
******
যত পুরাতন প্রেম, যত ভুল
সামনে দাঁড়ায় এসে এতদিন পর। মধ্যাহ্নে লিখিত
পদ্য বদল হবে আগামী মধ্যাহ্নে।