গোলাপ ছোঁয়া আঙ্গুল তোমার
দাড়িয়ে আছি একা
আমি দাঁড়িয়েছিলাম একা
তুমি তখন গোলাপ ছুঁয়ে
আমার শুধুই দেখা ।
ফুরিয়ে যাওয়া বিকেল তখন
আলোয় মরচে পড়া
ব্যাগ , চশমা , ক্লান্ত কপাল
হাতে গোলাপ ধরা।
অটোয় বাসে ফুটপাথে ভিড়
ভুট্টা সেঁকার ধোঁয়া
তোমার চোখে পুরোনো খোঁজ
আঙুল গোলাপ ছোঁয়া।
আমার হাতে ওষুধ , বাজার
বুক পকেটে কথা
ঝাপসা আলোয় ছড়িয়ে থাকা
লেখার খাতার পাতা।
ফেরত পথে আকাশ ছেয়ে
আরো অনেক চাওয়া
গোলাপ ছোঁয়া আঙ্গুল তোমার
একই ভাবে পাওয়া ।