তাকে থরে থরে সাজানো ছিল স্মৃতি।
কোথাও লক্ষ্মীপুজোর গন্ধ,
কোথাও পায়রা বকম খিলান
কোথাও বা চায়ের কাপে চামচ নাড়ার টুংটাং।
তারই মধ্যে হাঁটু গেড়ে বসি।
কে কোথায় বলে ওঠে ব্যথার রং নীল,
আমি মুকুট গড়বো তাই নীল পালক খুঁজি।
তারপর দেখি
আমার গ্রামের প্রতিটা মানুষের মুকুটে জ্বলজ্বল করছে
নীল পালকগুলো।