পুরোনো ছাদের পাঁচিলে আলগোছে
শুকোতে দেওয়া মনকেমন ।
অপেক্ষা কি শুধুই সময়ের মাপ ?
সবাই ঘুমোবার পরেও যে চাঁদ জেগেছিলো
একা
তার জানলা জুড়েও কি তোমারই ছাপ ?
চেনা যে অন্ধকার জড়িয়ে আলো
লুকোতে চেয়েছিল উথাল ঢেউ।
মনের রাত পথে হঠাৎ কান্নায়
বিনি সুতোর টানে
ফিরলো কেউ ?