"তোমার নেত্রের সুদৃষ্ঠিতে
হরিনীও নিলপদ্ন সরিয়ে রাখে।
তোমার চমকিত হাসিতে,
পুস্পও নিজেকে আড়ালে রাখে।
তোমার সুরেলা স্বরের সুরে,
বসন্তের কোকিল অবাক হয়ে রয়।
চরন ছোয়ায় শিশির মৃত্যি কয়ে,
তোমায় ধন্য ধন্য বলে উঠে।
তোমার গায়ের গুনের পরশে,
ময়ূর পাখা মেলা বন্ধ করে।
কৃষ্ণ কেশ তোমার উড়ন্ত বাতাসে,
পূর্নতা দেয় সৌন্দর্যের পরশের।
আচ্ছান্নিত মায়া ভরা পুস্পমালা,
কতো ভ্রমরের আনাগুনা।
হবে তুমি গলার মালা!
কোন নরের প্রিয়সী?"