"কিছু অভিমান
জমে আছে তোর প্রতি!
কি করে বোঝাই,
তুই আমার প্রিয় অনুভূতি।
আমার কাছে তুমি মানে
এক আঁকাশ সমান শান্তি,
তোমার কথা মনে এলে
চলে যায় সকল ক্লান্তি।
এখন শুধু এই ভাবি,
কতো সুন্দর তোমার ছবি।
কারণ গল্পটা তখনই সুন্দর ছিল,
যখন তুমি ছিলে অপরিচিত!
আর আমি ছিলাম
আমার আমিতে সীমাবদ্ধ।"