ওই পথে এক ধনীর দুলাল
যাচ্ছিল সেই ভোরে,
অবাক চোখে প্রশ্ন করে,
"শীত লাগে না তোরে?"
প্রশ্ন শুনে বস্তির ছেলে
হেসেই কুটি কুটি!
শীত তো শুধু ধনীর জন্য
বস্তিতে দেয় ছুটি।