"হটাৎ মনে পরে সেই
না বলার কথা,
বুঝিনা এমনই কেনো
মন হয় ব্যকুল অযথা।
কিছু কথা চাইনি
কোনোদিন মনে রাখতে,
তারপরও কেন তা
মনে পরে বারে বারে।
কিছু সময় কিছু মানুষ
কাজ করে কিছু,
তাদের বলা অসম্মানে
মাথা হয় নিচু।"