ভেজা ঋতু
সন্ধ্যা বেলা গরুর ছানা,
দিচ্ছে সবাই তারাহুরা।
মন গোপনে বসে সবাই,
দেকছি তারার খেলা।
একলা বসে ঘরের কোনে,
ভাবছি সুধু বৃষ্টি নিয়ে।
বৃষ্টি যেন বাধন হারা,
কাজের ফাকে দিচ্ছে তারা।
সব সময়ে স্রাবন মাসে,
আকাঁশ ঢাকা কালো মেঘে।
বৃষ্টি পরে একটানা,
করছে না কেউ কাজের মানা।