"আঁধারে খুজি তোকে
আলোতে হারাস তুই,
সপ্নে আসিস ফিরে
চোখ বুঝে তোকেই ছুই।

একা আমি গোপোনে
বসে থাকি আনমনে,
লিখে যায় গল্পটা
ভেবে তোকে অকারণে।

গিটারের ছয় তারে
সুরে সুরে তর কথা,
বিনি সুতয় বাধা মন
খোজে তোকে অযথা।

বিনিময়ে চাই না কিছু
যদি বাড়িয়ে দিস হাতটা,
দেবো না মালিন হতে কোনোদিন
তোর হাসি মুখটা"।