"সমুদ্র তটে বসে
সুনীল আঁকাশের আচ্ছাদনে যে প্রনয়
অকুতোভয় হৃদয় সেখানে,
ভালোভাসার কথা কয়।
পৌষালি রোদে উত্তপ্ত বালির বুকে
জোরা পদচিহ্ন এঁকে,
যে মিলন দেয় সাক্ষ্য!
কখনো ভুলেও করো না
সেই প্রেমকে কটাক্ষ।
দিগন্ত বিস্তৃত অচেনা
পথ ধরে চলার সময়,
যে বাড়িয়ে দেয় ভরসার হাত
তার হৃদয়ে কখনো না ঝরুক,
বেদনার জলপ্রপাত। "