আমার এখন ঘুম আসেনা
অশার চোখে জল ঝরেনা,
সিথান জোরা সপ্ন আমার
ঠোঁট ফুলিয়ে বিলাপ করে!
সবাই যখন ঘুমিয়ে পরে
আমায় তখন তোমায় ধরে,
ঢেঁকির নোটে উই ধরেছে
ডালের বারি কে খাওয়াবে?
সেদিন রাতে তুমায় ভেবে,
মুরায় বসে তারার খোজে।
কামিনি ফুলের গন্ধে ভরা,
চোখের জলে চশমা ভেজে।
পানের বাটায় জং পরেছে,
শূন্য মায়ায় ঘর ভরেছে,
ছোনছে পাশের ডালিম গাছে!
টুনটুনিরা ঘর বেধেছে।
চাঁদের আলোয় উঠান জুরে
বড্ড তোমায় মনে পরে।
বালিশ ভেজা চোখের জলে
আমিও যাব সব ফেলে
রজনি আমার অনেক বড়ো
শূন্য ঘরেই রাত পোহালো
শিউলি তোলায় তোমার কবর,
কেউ রাখেনা আমার খবর।