গতিশীল ভাবে ছুটে বেরানোর ইচ্ছা বাসনা,
আত্তগোপন করে থাকার ইচ্ছা কামনা।
নিজেকে প্রকাশ করার অদম্য হাওয়া,
সর্গ সুখ কথায় পাওয়া।
আমি এক ছন্নহারা, নদীর মতো যাই ভেসে,
চলার কোনো শেষ নাই,ঘুরি সুধু দেশে দেশে।
কোন পরির চোখ পাকায়,
পাখিরা যেন ডানা ঝরায়।
ইচ্ছে কেবল পাখির মতো চায় শুধু উরতে,
মনটা হলো যাযাবর বলে সুধু ঘুরতে।
জল ঘেসে দীপের সাথে পাহার কাটে ছন্দ,
জীবনটাকে ভরিয়ে দেবার এটাই ত আনন্দ।