ভীষন অভিমানে গাল ফুলিয়ে
একলা বসে থাকিস,
তোর জন্য কাঁদে এই মন
সে খবর কী রাখিস।
তোর ওই চখে মেঘলা দেখে
বৃষ্টি আসে এই বুকে,
তোর হাসিটা সঞ্জিবনী
হাসি ফোটায় এই মুখে।
অবহেলায় বীজ বুনেছিস
যদি হ্রদ স্পন্দন থেমে যায়,
পাবি না আর হাত বারালেও
হারিয়ে যাব লক্ষ্য তারায়।