"কাঠফাটা রোদ্দুর
তেতে দেয় যদ্দুর
একফোঁটা জল,
শান্তিতে টলমল।

বৃষ্টির ধারাতে
সৃষ্টির মায়া,
দিঘীর জলে দেখো
পড়ে কার ছায়া?

দুজনার দুটি চোখে
আলো খেলে টলমল,
দ্বিধাহীন ভালোবাসায়
করে উঠে ঝলমল।

অনলে পড়েছে জল
তৃষ্ণায় ছলোছল,
ভালোবাসায় পূর্ণতা পাক
তোমার আমার সোহাগ জল।"