"শৈশবের অদ্ভুত সপ্নময় কিছু দিন,
অল্পকিছু কারণে তা হয়ে গেল ঋন।
মহারাজের বিশাল বাড়ি যেথায় আমার বাস,
পাশে আছে বিশাল বন ঢিরি তাতে বাশঁ।
কতো সপ্ন দেখেছি,রাত-দিন ভোরে!
সপ্ন কি আর আসবে হেটে আমার দুয়ারে?
তাঁরা দেখে ভাবি সুধু,কতো না তার খেলা,
এমনি করে ভাবতে ভাবতে কেটে যায় বেলা।
পরশ তাহার মায়ের মতো তাই এতো স্নিগ্ধ,
দরদ ভরা চোখ আমার,দেখে হলো মুগ্ধ।
দু:খ কতো সহ্য করে শুকিয়ে গেলো চোখ,
তবুওতো কমতো যদি তার মনের শোক।
মৃত্যুকে সে বরন করে, নিলো তার কোলে,
অন্ধতত্তের অভিশাপ গেল যেন ভুলে।
বিরহ এ দিন যেন করে কাতরতা,
ভুলে গেল দিন শেষে অপেক্ষার প্রতিবন্ধকতা।
শ্যমল ছায়ায় কেটে যায় স্রাবন মেঘের দিন,
অপরাজিতার নীল নরকে শোধ হলো এই ঋন।"