"জীবনের মানেটা কি
তোমরা কি তা জানো?
জীবন হলো কষ্টের নাম!
মানো আর না মানো।
খিদের জ্বালায় কেউ কাঁদে
কেউবা পাতে হাত,
কেউ আবার খাবারের খোজে
ঘুরে বেড়ায় দিন রাত।
কেউ হয়তো কিছু পায়
কেউ পেয়েও হারায়,
কেউ আবার মনের
সুখে ঘরেতে জমায়।
কারো ঘরে হয় নিত্তনতুন
খাবারের আয়োজন,
কারো ঘরে উনুন জ্বলেনা
দুমুঠো ভাতের খুব প্রয়োজন।
আমার কাছে জীবন মানে
শুধুই চোখের জল,
তোদের কাছে জীবন টা কি
আমায় একটু বল।
সুখটাকে আজ খুজতে এসেও
পাইনি সুখের দেখা,
বুকের ভিতর কষ্ট গুলি
তাইতো পুষি একা।
আমার কষ্ট আমিই পুষি
কাউকে বলা বারন,
আমার এতো কষ্ট কিসের
জানি না তার কারন।
ষোলো আনা জীবন আমার
হয়ে গেলো শেষ,
কেমন আছি জানতে চাইলে
বলি আছি বেশ।
কস্টগুলো বুকে নিয়ে
সুখেই আছি বেশ,
এমনি করে হটাৎ একদিন
হবো নিরুদ্দেশ। "