"জনম থেকে মায়ের কোলে
ছিল আঁচল ঢাকা,
বর হয়ে পড়বে খোকা
বলে সেই বাবা।
বাবার ছিলো আয় কম
খাবারেতে নেই লবন!
খোকার ছিলো খিদে বড়,
খাবে কোন বরস?
এই ভেবে বাবা মা
রইল যে উপোস।
আজ খোকা বড় মানুস
অনেক অনেক টাকা,
তবুওত খাবার নেই
বলে সেই বাবা।
আজ তার কেটি টাকা
ব্যাংকে আছে জমা,
পথের ধারে ভিক্ষা করে
তারই বাবা মা।
বউয়ের হাতে সোনার বালা
মায়ের হাতে বদ্ধ তালা!
মা বলে ছেলেটা তার
গুলিয়েছে পথ,
বাবা বলে এমনই হয়তো ছিল
সৃষ্টিকর্তার মত।"