মনের আঁকাশে মেঘ জমেছে
কালো মেঘের ছায়া,
অঝোরে দুচখে বৃষ্টি পড়ে
তবুও দাও না আমায় সারা।
ঝরে যাওয়া পাতা জানে
সৃতি নিয়ে বাচাঁর মানে,
হয়তো আমি ঝরে যাবো
সময়ের তালে তুমার মনে।
তুমি যে অই আঁকাশ তারা!
এমনই আছি আমি বেচারা
বিনা দোষে কেন কাঁদালে আমায়?
সেটাওতো আমি বুঝিনি,
আমি কখনো তোমাতে হারেছে
তুমি তা বুঝতেই পারনি।
একলা জীবনে ভালোই আছি,
এখন শুধু নিজেকেই ভালোবাসি।"