"আমি মেজেছি তোমার প্রেমে
তুমি হয়েছো গোপোনে রাধা,
ভালোবাসার একি পরিনাম
আসে কেন এতো বাধা?
জল্পনায় কল্পনায় বিচক্ষণে
ভাবি আমি তোমারে,
ক্ষুদায় কাতর আমি
তোমার ভালোবাসার আহারে।
আর কতো দেহের ভিতর দিবে
সমুদ্রের ঢেউয়ের অতল খেলা,
পিঞ্জিরার মাঝে এসে দেখো
বসেছে কেমন মেলা।
আর কতো তোমার কছে
হবো আমি বলিদান,
এত নিস্ঠুর পাষান তুমি
আসে না তোমার আহবান।
চোখেতে আজ কালি জমেছে
সাক্ষী ঐ নিঝুম রাত,
বুকের ভিতর বয়ে চলে
অজানা এই অগ্নিপাত।
আমার হৃদয়ের ধ্বনিতে শুনি,
তোমার অপেক্ষার প্রহর গুনি।
সঠিক সময়ে আস যদি আবার
ভালোবাসার আঙ্গিনায়,
কাছে টেনে নিবো আমি
ভালোবেসে নির্দ্ধিদায়।"