"সুরেরও এ লগনে
দেখেছি আমি তোমাকে!
রঙিন বস্ত্রে সেজে সজ্জা,
হাসিঁ মুখেও যেন কিছুটা লজ্জা ।
এসেছিলে তুমি সেই সুরের প্রাঙ্গনে,
গেয়েছিলে তুমি বেজেছে আমার অন্তরে।
তুমি হয়তো দেখনি আমায় হাজার মানুষের ভিরে,
আজও তোমার জন্য অপেক্ষা করি সেই নদীর তীরে।
ভেবেছিলাম কত না সুর তোমার আমার মিলত,
তুমিই সেই আমার সৃতিতে খুব পরিচিত। "