"উপচে পড়া কাতরতা
স্নিগ্ধতা তুমি সাক্ষী,
বিরামহীন অপেক্ষাতে
একপাক্ষিক অনুভুতি।
খানিকটা বিসর্জনে
লক্ষ্য হোক স্থির,
আমি নাহয় দূরত্ব রেখেই
যত্ন নেবো স্বনিশ্চিত।
ভালো আছো এইটুকু জেনেই
গোপোনে করবো কল্পনাটাই,
সাজিয়ে নিবো নিজ অজান্তেই
চাঁদ- তারাহীন মাঠ খানিকটাই।"