"নগর জীবন পটভূমিতে রচিত এ উপন্যাস,
জীবন পথের যাত্রী হলো কতো রশিদের লাশ।
একটি প্রেমের লাল গোলাপে পেল সে সম্মতি,
আবুকন্যা পদ্মার পলি সারদা সে সুন্দরী।
আঁধার রাতে দারিয়ে শুনি জোছনা দিদির গল্প,
এক পলকে জীবন জেনো হয়ে গেল অল্প।
পিঙ্গল আঁকাশে নামে যেনো গাইত্রী সন্ধ্যা,
কৃষ্ণকান্তের বিষবৃক্ষে কতো না যে কপাল্কুন্ডলা।
কতো রক্ত, কতো লাশ, বলি গেল মাথার,
সূর্য উঠে আলো ফুটে কমে না তো আঁধার।"