তোর জন্য গীটার তার, একলা আমার ঘর
তোর জন্য ট্রেন থামাই, দেখছি দারুণ ঝড়
তোর জন্য রাত-বেরাত, হাঁটব নিয়ন পথে
তোর জন্য ভোরের বেলা, আনব ঝিনুক সাথে
এ আমার ভীষণই সাধ
ভাবছি হাজার, হাজারবার
ফিরে এসো অভিমানী চাঁদ
ফিরে এসো আরও একবার
তোর জন্য তুলবে ছবি, বোকা আমার কল্প
তোর জন্য আনবে আমি, শুক সারির গল্প
তোর জন্য হঠাৎ দেখা, অবাক কোনো পথে
তোর জন্য দুপুরবেলা, কপাল পোড়ে রোদে
এ আমার ভীষণই সাধ
ভাবছি হাজার, হাজারবার
ফিরে এসো অভিমানী চাঁদ
ফিরে এসো আরও একবার
তোর জন্য বিকালবেলা, ঘুড়ির সুতোয় পাঠাই চিঠি
তোর জন্য সন্ধ্যারাতে, নিয়ন আলোয় বৃষ্টি ভিজি
তোর জন্য মধ্যরাতে, তারার নেশায় হারাই পথ
তোর জন্য সকালবেলা, চোখের খিদেয় ফিরছি ঘর
এ আমার ভীষণই সাধ
ভাবছি হাজার, হাজারবার
ফিরে এসো অভিমানী চাঁদ
ফিরে এসো আরও একবার