আবার যখন জাগিছে, তোমার মনে মনে
ভালোবাসা স্বাদ লাগিছে, গোপন হৃদকোণে
তবে বসিয়া কেন সখা, যাও বাহিরে ছুটিয়া
শিয়ালদা থেকে বনগাঁ, আনো তাকে খুঁজিয়া
তারপর...
চেপে ধরো হাত দুখানি, হইয়া যাও কবি
দেখাও ঐ চোখের মণি, যেখানে তার ছবি
খুলে দাও মন দরজা, দেখে যাক সে জনা
কতটুকু আছে জায়গা, তার হিতে তৈরি করা
এবার...
হয়তো সে নেবে কুঁড়িয়ে, আলতোভাবে তুলে
পুষ্পিকা রাখিবে সাজিয়ে, বুকে বা নিজকোলে
হয়তো বা পায়ের চাপে, নিশ্চিহ্ন হবে মাটিতে
তবু যে ফুল ফুটিয়েছিলে,থাকবে সে চিরকালে