আজ চোখের পাতা ডোবে না ঘুম সাগরে,
এখন আর ঘুমের মধ্যে মনোরথ ঘোড়া
ছোটায় না তোকে নিয়ে---
কালো মেঘের যন্ত্রণা শুধু বৃষ্টি আনে
দু-চোখের পাতায়,
দূর থেকেই তারা দুটি দেখতে থাকে
ঝাপসা দিবাকর-
এইভাবেই সকাল-দুপুর-রাত কেটে যায়,
ঘুমাতে চাইলেও পারি না,
এমনভাবেই সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে-
হয়তো একদিন সত্য-সত্যই ডুব দেবো।

আর তখন...
তখন...

নোনাজলে ধুয়ে যাবে আমার শেষ পদচিহ্নটুকু-
পারবি না দিগন্তরেখা হয়ে আমার আকাশ ছুঁতে,
শুধু বাতাসে ভেসে চলবে আমার স্বপনের
ছেড়া পাতাগুলো-
আর তুই সেইসব পাতা কুঁড়িয়ে পারবি না
আমার ছবি আঁকতে,
তখন অনেক দেরি হয়ে গেছে-
সময় আজ আমাকে বিদায় দিয়েছে,
সাগরের ঢেউ-সময় আর আমার শরীর
কারোর জন্য অপেক্ষা করে না।।