এই যে সেই শিরীষ
যার রুক্ষ ডালটিতে
একা বসে আমি,
প্রখর রৌদ্রে তপ্ত হয়েও
পথ চেয়ে বসে আছি
তোমারই প্রতীক্ষায় |
একদিন কতই না সবুজ ছিল চারিপাশ
স্থানুর কোটরগুলিতে চলত লুকোচুরি
কিন্তু আজ এতো আলোতে চোখটা ঝাপসা
পাশের গাছের ডালগুলিও শুকিয়ে পড়েছে
পদাঘাতে পাতার মড়মড় ধ্বণি আজ অতীত
কাকগুলিও ডাকছে না আমার হৃদ-ব্যাথায় |
মনে পড়ে সেদিনের কথা ?
এই মিলন মেলায় কোনো ব্যাধের হানা
আমাকে লক্ষ্য করেছিল রাক্ষসী বাণ
আর তুমি আমার হাত ধরে কত দূরে---
অনেক অনেক দূরে উড়ে পালিয়েছিলে
সেখানে আমরা কতই না হেসেছিলাম
আদর করেছিলাম,ভালো বেসেছিলাম |
আর আমি আজ একা
সেই পুরানো ব্যাধটিও
আমার দিকে ভুলেও চাইল না
অশ্রুজলও বিপরীতমুখী হয়ে বাষ্প
পালকের আড়ালে লুকিয়েছে মুখটা
ডালটিও ইচ্ছে-খুশি ভাঙতে পারে
তার আর এই যন্ত্রণা ভর সইছে না |
আমারও আজ এই ব্যাথা সহ্য হচ্ছে না
সেদিনের মতো উড়ে যেতে চাই,বহুদূরে---
তাই বাচাঁর আশাতে তোমার প্রতীক্ষায়
তুমি আসবেই, তোমাকে আসতেই হবে ||