অগভীর রাত,চারিদিক স্পষ্ট
গভীর অরণ্যে একা আমি চলেছি
চলেছি আর চলেছি শুধুই চলেছি
সেই কখন থেকে যাত্রা শুরু করেছি
কিছুই ভালো লাগছে না ।
তারপর হঠাৎই চোখ দুটি দাঁড়িয়ে
কেউ যখন চলার পথে দাঁড়ায়
সে হঠাৎ করেই দাঁড়ায় নতুন করে
কোনো কিছু সুন্দর দেখার আশায়
তাই আমিও দাঁড়িয়ে হঠাৎ করেই ।
এই অসময়ে একটি গাছে ফুল ফুটল
আর সব সাধারণ চোখে সে শুধুই পলাশ
আমার চোখে সে অসাধারণ এক গোলাপ
তারপর হঠাৎই তার চোখে আমার চোখ
একবার না হঠাৎ করেই আরও একবার ।
আর তারপর হঠাৎ করে চারিদিক অন্ধকার
দূরের আকাশের কালো চুলের মেঘগুলি
হঠাৎ কোনো এক অজানা কারণে চাঁদের
সুন্দর মুখখানাকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে
ফলে চারিদিক অন্ধকার,আর হঠাৎই অমাবস্যা॥