আমি তো বলেছি শুধু
ভালো লাগে তোমাকে।
তারপর তো কতো কথা
তবে শুধু বার্তাতেই আবদ্ধ।
প্রথমে ভাবতে ছেলেটা ভালো
পরে বুঝলে একটা বদ্ধ পাগল ।
আচ্ছা জানতে কি হ্য় না ইচ্ছে
কেন এত আমি পাগল?
হ্যাঁ উত্তর আমি দেব ঠিকই
তবে আগে বলো তো আমায়
মৌ কেন মধুর স্বাদে ছোটে?
শিশু কেন কোলের আশায় কাঁদে?
হুসেন কেন ছবির জন্য তুলি টানে?
রবি কেন কবিতার লোভে কালি মাখে?
জানো না তো
আমিও জানি না।
কারণ এরা সবাই পাগল
আর আমি যে বদ্ধ পাগল।
আমি তো বলেছি শুধু
ভালো লাগে তোমাকে।
তারপর কোথা থেকে কি হল?
মাটি খুঁড়তে খুঁড়তে কখন যে
খাল কেটে ভালোবাসাকে ডেকেছি?
নিজেও জানি না ।
হয়তো ভালোবাসার খাল এমনই
নয়তো বা আমি সত্য সত্যই পাগল ।
এখন তুমি চাইছো
আমার পাগলামি ঘুঁচিয়ে দিতে
পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে
ভালো ছেলে তৈরী করতে ।
কিন্তু কেন???
এক প্রবল ঝড়ের ভয়ে???
পারিবারিক ঝড় ???
যা তুচ্ছ করার সাহস রাখি
তবে তুমি চাওনা কেন???
আমি তোমার এত কাছে জন্মেছি
আমি তোমার এত কাছে এসেছি
এটাই আমার দোষ???
এটা সত্যি ই আমার দোষ???
আমি পারব না তোমা থেকে
দূরে চলে যেতে
(কেননা)তোমার টানেই আজও এই
ভগ্ন হৃদে সারাদিন জোয়ার আসে |
আমি পারব না দেখতে
তোমার হাত অন্য হাতে
(কেননা)ওই হাতের আলতো ছোঁয়াতে
এই বুকের ঢাক এখনও তার সুর তোলে |
আমি পারব না শুনতে
তুমি আজ অন্যের হেফাজতে
(কেননা) তোমার সারা শরীর
রাঙিত হোক শুধু আমারই রঙে |
তাই আমি আজ পাগল
প্রতিটা সেকেন্ডের কাঁটার মত
আমিও সারাদিন ছুটতে চাই
শুধু একটি মিনিটের অপেক্ষাতে|