আজও নীল আকাশে চাইলেই
মেঘেরা তোমারই ছবি আঁকে
হাজার চেষ্টা সত্ত্বেও আবার
আমি দগ্ধিত,বিরহের আগুনে
রূপের সাথে বারুদের ঘর্ষণে
পুনর্বার আমি জ্বলে উঠেছি
পুড়ে ছাই এই ভগ্ন হৃদ-কোল ।
আমি তো তোমায় ভুলতে চাই
আমাকে একটু শান্তিতে থাকতে দাও ।
তাই আর পারলাম না
আকাশ থেকে সরালাম মুখ
নিমজ্জিত করলাম গভীর জলে
শুধু একটু শান্তির খোঁজে
কিন্তু দুর্ভাগ্য আমার
সেখানেও একই চিত্রপট ।
মেঘ এখনও সরেনি
আজও বৃষ্টির দেখা মিলল না
দূরের আকাশে স্পষ্ট তখনও
বিদ্যুত ঝলক, শুধু নেই বর্ষা ।
আমি তোমায় ভুলতে চাই
আমাকে একটু শান্তিতে থাকতে দাও ।