নাগপুর থেকে শুরু হল যাত্রা
সবার মতো আমিও জানি
হাওড়াতেই শেষ
মাত্র ২০ ঘন্টা
এই তো জীবন ॥
৫ ঘন্টা তো লাফিয়ে চলল
এই ১৮ বছরে তো কিছুই করা হল না
পড়ে আছে মাত্র ১৫ টা ঘন্টা ॥
দেখছি ভিড়েঠাসা লোক এই রেল
কেউ সুযোগ পেলেই বসছে,কেউ বা
পারছে না বসতে সংরক্ষিত থাকা সত্ত্বেও
এইভাবেই তো চলছে মেদিনীটা
টাকার জোরেই তো চেকার পকেটে ॥
যাক গে এসব কথা
এই ৫ ঘন্টাতে দাঁড়ালাম ২টি ষ্টেশনে ।
ষ্টেশন দুটো ভালোই লেগেছিল
অনেক সময় ধরে গল্পও করেছিলাম
প্রথমবার আমি নিজেই ছাড়লাম
দ্বিতীয়বার ছাড়তে না চাইলেও
সে আমাকে ত্যাগ করল
ওর নাকি বিয়ে পাতালের সাথে॥
পড়ে শুনলাম, জানলাম, বুঝলাম
ওটা মিথ্যে, ওটা ভূল, ওটা ঠকা
এটাই তো ভানেভরা পৃথিবীজাল ॥
তবে এখন সবই পিছনে
চলেছি নতুন ষ্টেশনের খোঁজে
কখন,কোথায়,কোন ষ্টেশনে থামবো
জানি না... হয় তো সারাজীবনের জন্য ॥
শুধু এইটুকুই জানি হাওড়াতে নামতে হবে
রেলে যখন উঠেছি, নামতে তো হবেই
তবে কিছু করে নামার চেষ্টা করব
নইলে হাওড়াতেই সব শেষ