কতদিন দেখিনি তোমাকে
মনে হলো আজ আবার তুমি
আসিবে ফিরে এই কলঙ্কিত দেহে ।
পুরানো স্মৃতিগুলো পুনরায়
ঢেউ খেলছে সমুদ্রতটে,
মনে পড়ে যাচ্ছে তোমার
আগমনের সেই দিনগুলো ।
তুমি আসতে চারিদিক অন্ধকার করে
আসার পূর্বে আভাস দিতে ঝড়ের মাধ্যমে
"আমি আসছি, সবাই তৈরী থেকো কিন্তু" ।
আজও চারিদিক সেই অন্ধকার
ঝড় না আসলেও
ইতিমধ্যে তা আমার মনে শুরু হয়েছে ।
তীব্র গতিতে আমার দিকে তুমি
উল্কার মতো ধেয়ে আসছো
আর ওই শরীরের আকর্ষণ পাওয়ার
লোভেতে আমিও দুহাত বাড়িয়ে দিলাম
তুমিও আগের মতোই আমার
বুকে এসে তীর হয়ে গেঁথে গেলে
কেউ হাজার চেষ্টা করলেও
বুক থেকে সেটাকে তোলা অসম্ভব।
তোমার চোখের জলে আমার
পাতাদুটিকে বোজাতেই হল
আর কি পারা যায় ???
কতোদিন পর আবার চোখে চোখ।
অধরটিও সুযোগ বু্ঝে নোনতার স্বাদ পেতে
স্পর্শ করছে তোমার অর্ধচন্দ্রাকৃতি
ওই মাংসল পদার্থটিকে......
কিন্তু...না...না এতো সত্যি নয়....
তবে কি আমি আবার
দিবাস্বপ্ন দেখছিলাম
তাও আবার এই ভরদুপুরে...
আসলে অনেক আগেই
মেঘ সরেছে,রোদও উঠেছে
বৃষ্টির সাথে সাথে তোমার
আজও মেলেনি দেখা.......