চারিদিকে সুনসান অন্ধকার,
জল পেয়ে ঝিঁঝিঁগুলো
আজ আবার জেগে উঠেছে।
হাতে কালি,উরুতে প্যাড
চেয়ারে বসে একা আমি।
মশার চুম্বনের সাথে সাথে মিষ্টিভরা
বাতাসের গন্ধ আর দেখছি তোমাকে॥
গাছের মাথার উপর ঘোমটা টানা
তোমার আধখানা মুখ।
জানি সারা আকাশে তোমার থেকে
শত শত উজ্জ্বল তারা আমার দিকে
চেয়ে মিটমিট করছে।
এটাও জানি তোমার নিজের নেই
কোনো আলো, আছে শুধু কালো
ব্রণতে ভরা মুখ ।
কিন্তু যে জ্যোৎস্নাতে তোমার ঘোমটাহীন
সুন্দর গোল মুখখানা দেখেছিলাম প্রথম
তোমার আলোর ছটায় নিভে গিয়েছিল
সকল তারার আলো॥
তারপর থেকে আকাশের দিকে চাইলেই
তোমার জ্যোতি ছাড়া দেখি শুধু আধার
সে তোমার আস্ত বা আধখানা মুখই হোক্॥
জানি শুধু তোমাকে আমার ভালো লেগেছে
আর ভালোবেসেছি ॥
শুধু চাই সারাজীবন এইভাবেই আমার টানে
আমারই চারিদিকে সাড়ে ২৭দিন ঘুরে বেড়াও
আর আমার অন্ধকার একাকী রাতগুলোতে
এইভাবেই আলো দিয়ে যাও
তুমি চাঁদ ॥