তেসরা আগষ্ট,বিকাল সাড়ে পাঁচটা
দিনটা প্রতিদিনের মতো দিন নয় ।
সারাদিনের নানান ব্যস্ততার পর
হোস্টেল থেকে সোজা বাড়ির পথ ॥
নিজেকে সম্পূর্ণভাবে তৈরী করলাম
তবে নিজের জন্য তো নয়ই,
দিদির বিয়ের জন্যও ঠিক নয়
শুধু "ওর" জন্য,তোমার জন্য....
মেঘময় আকাশ
শীতল বাতাস
সার্থক এই শ্রাবণ
নেই শুধু বিদ্যুতের চমকানি ॥
আরে... থাকবে কি করে???
ঝিলিক যে স্বয়ং আমার
সম্মুখে বিরাজবতী ॥
ওই বিরাট আকাশে ও
একটুও সুন্দরী নয়।
বরং দুটি মণির মাঝেই
"ও"কে বেশী মানাবে॥
এমনিতেই বৃষ্টি আমার প্রিয়
তার উপর আজ রিমঝিম ধারাতে
দাঁড়িয়ে ভেজা তো দুর্দান্ত ।
কেননা প্রিয়ের মাঝে প্রিয়্তমাকে
দেখতে কার না ভালো লাগে...
আমি তো সেই শিশুকাল হতেই
তোমায় চেয়ে তারুণ্যে পড়েছি।
এরই মধ্যে তুমিও যে
আমার দিকে এমনভা...
আজ রাস্তা দিয়ে কতবার যে
শুধু শুধু এগোলাম আর পিছোলাম
তখন আমার দিকে কতলোকের
কত কত চোখ দেখচ্ছে ॥
কিন্তু এত কিছুর মাঝেও আজ
দুটি মণির অন্তরে একটাই ছবি
এটা সত্যি ই গুরুত্বপূর্ণ, সত্যি ই বিশেষ
সত্যি ই মহান, এটা কি সত্যি ই প্রেম???
ঊলুর সাথে সাথে বাসের বাঁশি বাজল
প্রবল অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো,
তবে আমি সবথেকে সামনে দাঁড়িয়ে
আজকের মতো শেষ দেখার আশায়॥
সামনের আলোয় মুখটা সম্পূর্ণ স্পষ্ট
লাল সুতোয় বাঁধা হাতটা জানলা দিয়ে
অবাক...অবাক...আমি সত্যি ই হতবাক
ওই ফর্সা বাহুটা আমার উদ্দেশ্যেই প্রেরিত???
অপ্রস্তুত থাকাতে স্বহস্তটির কোনোরকম উঁকি
আমিও জানালাম বিদায়,তবে আজকের জন্য
জানি আবার দেখা হবে... হতেই হবে দেখা...
তবে কবে??? তা তো জানি না...................