আমি আবার আসবো -
হয়তো বারবার নয়, মাত্র একবার শেষ বার !
তবু আমি আসব-ই, আসবো l
তুমি সেভাবে-ই সেজো, না সাজার সাজে
এলো মেলো চুল ছড়িয়ে থাক গালে; কপালে
আমার অতীতের বর্তমানের পোড়া কপালে !
তবু ভালোবেসে; হারানো হাসিতে হেসে, ভালোবাসতে-
আরো একবার আসবো ...
বুকে জড়াবো; জড়িয়ে যাওয়ার জটিল হিসাবি স্বপ্নে l
হৃদয়ের নরম মাংসরা আজ পাঁজর ভাঙবে, পাষাণ বোধের সরলতায় !
তুমি ধরা দিয়েও- থাকবে অধরা আজীবন
সময় আবার সম্পূর্ণতার আকাঙ্খায় নিয়েও-
অনন্তকাল; অপূর্ণ থাকবে যুগলের ভাবনায় ...
নাকের হীরেটা কি আজো আছে ?
আছে- সরলতার সেই নীলাকাশ !
মুখের মায়াবী মোহতে জাগতো জোছনা,
নাকি নষ্ট সময়ের বাৰ্তায় আজ বাসি খবর
ঝরা শিমুল শেফালির ...
কান্নার জাত নেই, তাই- বেজন্মা
তার লজ্জাহীন জন্মের ইতিহাস !
সুখের ক্ষণেরা বড়ো স্বল্পায়ু, চিরকাল ...