নষ্ট আঘাতে অসহায় কাঁদে, বুঝতে পারে না কেউ
অনুভবী মন গোপনে কেঁদেছে, তবুও জ্বালায় ফেউ !
চোখের জলের মিলবে মূল্য, কপট কিনবে সুনাম
কুমির কাঁদলে রুমাল পাবে, প্রকৃত চেও না দাম !
নাটকে কাঁদলে; কাঁদবে শ্রোতা, নাম যশ হবে বেশ
প্রেমেতে কাঁদলে প্রেমিক ফেরারি, হয়ে যাবে সব শেষ !
কান্না-কাটির কানামাছি খেলা, খেলছে সকলে দিনরাত
কান্না মুছিয়ে সুযোগ খোঁজে, কেয়া বাত ! কেয়া বাত !
ছোঁয়াছে কান্না কাঁদিয়ে কাঁদায়, কুল কিনারা ছাড়া
প্রকৃত কান্না ছুটিয়ে মারে, পোড়া জীবনভর তাড়া !
ছেলে বুড়ো সবাই কাঁদে, কাঁদার কারণ চাই
কান্নাও হয় সস্তা-দামি, বুঝলে বুঝবে ছাই !
রঙিন ধূসর অভাবে স্বভাবে, নানান রঙের কান্না
কান্নাও হয় ভিন্ন জাতের, আবার হিরে চুনী পান্না !
পরের কান্না পানসে লাগে, শত্রুর ভাবলে মিষ্টি
আপন জনের অসহ্য জ্বালা, তোমার হলেই বৃষ্টি !
নোনা জলের ফল্গু ধারায়, বানভাসি হয় মনে
হাসির স্বপ্ন লুকিয়ে কাঁদে, উদাস চোখের কোণে !
হাউ হাউ কাঁদছে বিবেক, স্বার্থ সমাজ মাঝে
মানবতার মমতা কোথায়, হারালো বেভুল কাজে !
অনির্বাণ শান্তারা