মাপা সময়ের মাপা হিসাবে; প্রেমকে মেপো না ভাই !
উপরে-উপরে সঙ্গেই আছে, ভিতরে ভাবছে যাই !!
কত অভিশাপ কত অনুতাপ, কিছুই কাজের নয় !
হৃদয়ে হৃদয় জড়িয়ে জাপটে, তবুও জ্বালায় ভয় !!
মাটির গভীরে কত ভালোবাসা, তাইতো সবুজ পৃথিবী !
আকাশের মনে গভীর ছন্দ, করে কি সোহাগ দাবি !!
আমরা চেয়েছি যখন যেমন, নিজে-ই মনের মতো !
সুরে না মিললে বেসুরো ভেবে- দিয়েছি দারুন ক্ষত !!
ফুল ভ্রমরের চিরকেলে ভাব, তবেই ফলের হাসি !
কষ্ট করলে কেষ্ট সজীব, কখনো হয় না বাসি !!
স্বার্থত্যাগের সোনালী কাহিনী, তুমিও লিখতে পারো !
আত্মত্যাগের অমৃত আলো, ভালোবেসে জ্বালো আরো !!
হিসাব হারায় কালের পাতায়, ইতিহাসে জিৎ-হার !
বোবা বুকের নাবলা কথারা করে চলে চিৎকার !!
তুমিও পারবে উপহার দিতে, হাসতে লাগে না টাকা !
লাভক্ষতি আর লেনদেন নিয়ে, কাঁদছে চালাক-বোকা !!
মাপামাপি ভুলে প্রাণের পাথারে, বন্ধু ঝাঁপিয়ে পড়ো !
বাঁচার হলে সেই বাঁচাবে; ত্যাগের মহিমা বড়ো !!
অনির্বান শান্তারা