তোমায় পেলেই সব পাওয়া হবে
কিন্তু তোমায় পাবো-গো কবে !
স্বপ্নের কাছে গোপনে বাড়ে দেনা
সুখ'কি সহজে যায়রে সত্যি কেনা !
উথাল-পাথাল মনের সাগর বাউল
এক্ষুনি চাই, ভাঙ'রে বাধার দেউল !
পথ বেড়ে যায়, পথের বুকেই চলতে
কতো'কি বলি আসল কথাটা ভুলতে !
তোমার রূপেই মাতাল পৃথিবী সতত
প্রত্যেক প্রাণে তোমার ব্যাথার ক্ষত !
তবুও আশারা; দেখি রক্ত বীজের বংশ
বহ্নিবুকে বাঁচে, কখনো হবে না ধ্বংস !
প্রকৃত পক্ষে, এই জীবনের পরম বিশ্বাস
জিগর জড়িয়ে, যেমন প্রাণের নিশ্বাস !
কাল কি হবে আজকে জানে না কেউ
তাইতো হৃদয়ে তোমার প্রেমের ঢেউ !