নাবলা কথারা; লক্ষ ব্যাথারা, নীরবে জ্বলে
বুকের গভীরে চোখের আড়ালে, চোখের জলে !
জীবন খাতায় নামেলা হিসাবে, লক্ষ কাটা-কুটি
সঙ্গে চলবে নষ্ট আশার গোপন ছোটা-ছুটি !
কাল ঠিক ছিল; আজকের ভুল, বদলেছে কালে
ঋতুর মতোই জীবন ছন্দ, পলে-বিপলে !
কেউ স্থির নয়; চঞ্চলতায় বইছে সবাই সতত
দেয়া-নেয়াতেই দো'টানা স্বভাব, করেছে ক্ষত !
সহজ হাসিরা সহজে আসে না ঠোঁটের বুকে
স্পষ্ট কথা কষ্ট করেও কখনো ফোটে না মুখে !
মুখচোরা আর মুখরা সত্ত্বা, নিজের জমিতে দাঁড়িয়ে
পক্ষপাতের পরিখা আঁকা, সংকটে যাবে মাড়িয়ে !
এক-দুই করে সবার পরীক্ষা; জীবন নিজেই নেবে
কর্মফলের ঠিক ফলাফলে, সঠিক ফলটা পাবে !
তবুও কিছু কিছু কাহিনী অজানা থাকবেই চিরকাল
বাতাসের স্বাদ চির স্বাদহীন, নয় টক নুন ঝাল !
কতোকি ধরেছো অধরা জীবনে, তবুও কতকি বাকি
সময়ের পথে; ঠিক অসময়ে, বেঠিক মারবে উঁকি !
সাদা-কালো রং ধূসর স্মৃতি; সব ঝুলিতেই ভরা
প্রতিটা প্রাণের ভিন্ন গল্প, আছে পৃথিবীর প্রাণে ধরা !