সভ্য সমাজের বুকে-
সুসভ্য হৃদয়ে; গোপন করি প্রাণপণে, হাজার অসভ্য ইচ্ছা !
ইচ্ছার উচ্ছ্বাস, অনিচ্ছার উপায়হীন আতঙ্ক,
গ্রাস করে; ভেঙে চুরমার করে, স্বপ্নের ইমারত !
আমি ধনী থেকে হয়ে যাই গরিব অথর্ব জনতা !
নীরবে হাঁটি ভিড় বাঁচিয়ে; স্বপ্ন জড়িয়ে ভাঙা ফুটপাতে ...
এতো প্রতিকূলতার মাঝে কি ভাবে যে
বেঁচে থাকে, মরতে-মরতে বাঁচার ইচ্ছা; খুশির আশা !
আদিপর্বের সূচনার অনেক আগেই সুতীব্র ইচ্ছাগুলো ইচ্ছে করেই জন্মেছে
আজীবন জ্বালাবে বলে ...