ঝড় স্বপ্ন দেখেছে সৃষ্টির, হায়রে অলীক আশা
দু'চোখ ভেজা দৃষ্টির, নীরব মনের ভাষা !
ফুল দিতে পারে একরাশ, হয়তো মালি না হয়ে
ভালো-মন্দ করে সহবাস, সময় যাবেই বয়ে !
বৃষ্টির আলিঙ্গন ভেজায়, ভেজে প্রাণের প্রকৃতি
বাইরে প্রসাধন সাজায়, অন্ধত্ব রোধের প্রগতি !
আমি-তুমির এই কোলাহল, প্রাণ থেকে প্রাণের
আসলে অমৃত; হলাহল, সত্যি শুদ্ধ দানের !
ভালোবাসা হবে ভুল, আলো আর অন্ধকারের
আত্মত্যাগ ঝরা ফুল, ভক্তিহীন অহঙ্কারের !
তাই শেষ শক্তির আশা, আকাঙ্খা চির চেতনায়
পূব-পশ্চিম দুই দিশা, ডাকবে শুধু বেদনায় !
তোমার আমার ইহকাল, পাবে প্রত্যেক পদে ভয়
হৃদয় চাইবে চিরকাল, হবে পাওনা থাকলে জয় !
আগুনের অন্তর পোড়ে, পোড়ায় জগৎ সতত
মুক্তপ্রাণ কেমন ওড়ে, শেখায় বন্ধনের ক্ষত !